expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wednesday, 15 July 2020

Music Video Coming This Eid

Music Video Coming This Eid

|| Album name: বৃষ্টি পড়লেই...
|| Presented by: Raz Production
|| Produced by: Laizu
|| Singer: Laizu
|| Lyricist: Habib Shirazi Babbu
|| Composer: Bulbul Ahmed
|| Music: Zahid Bashar Pankaj
|| Featuring: Laizu & Others
|| Cinematography: Ranideepa
|| Directed by: Rajesh Adhikary (Raja)


মহামারি করোনা ভাইরাসের কারণে স্তবির গোটা বিশ্ব। বাংলাদেশের অবস্থাও একই রকম। প্রভাব পরেছে দেশের সাংস্কৃতিক অঙ্গনেও। এহেন পরিস্থিতিতে সঙ্গীত পিপাশু এবং শ্রোতা ভক্তদের একটু বিনোদনের চেষ্টায় এ প্রজন্মের কন্ঠ শিল্পী লাইজু’র মিউজিক ভিডিও ইন্দো-বাংলাদেশ মেল বন্ধন এবার সুরে সুরে আগামী পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে ”বৃষ্টি পড়লেই” শিরোনামে শীঘ্রই রাজ প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে।
এতে কন্ঠ দিয়েছেন কন্ঠ শিল্পী লাইজু, গানের কথা লিখেছেন হাবিব সিরাজী বাববু, বুলবুল আহমেদ এর সুরে, সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পঙ্কজ। এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রাজ প্রোডাকশনের কর্নধার রাজেশ অধিকারী (রাজা) (ভারত) ও সিনেমাটোগ্রাফি ছিলেন রানিদিপা(ভারত)।
কন্ঠ শিল্পী লাইজু বলেন, অপেক্ষার পালা প্রায় শেষ! আমরা বেশ কিছু সময় ধরে ভারতের চমৎকার চমৎকার লোকেশনে কাজ করে এমন একটি দারুণ মিউজিক ভিডিও তৈরী করেছি তা খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে। আশা করছি শ্রোতা-দর্শকরা নিরাশ হবে না। আমি আমার নিজের গানগুলো নিয়ে খুব আশাবাদী।
রাজ প্রোডাকশনের কর্নধার রাজেশ অধিকারী বলেন, কঠোর পরিশ্রমের ফলাফল এই “বৃষ্টি পড়লেই” গানটি। তিনি এই কাজের জন্য পুরো ইউনিটের পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন ভারতের সমুদ্র সৈকতের তাজপুরের মানুষদের যারা এই কাজে একান্ত ভাবে সহযোগিতা করেছেন। তিনি অতীতে যৌথ উদ্যোগে অনেক কাজ করেছেন এবং ভবিষ্যতেও আরো এমন কাজ করতে আন্তরিক ভাবে ইচ্ছুক।

Subscribe Our YouTube Channel : http://www.youtube.com/c/razproduction
Follow Us On Facebook: https://www.facebook.com/pg/razproductionofficial/
Follow Us On Instagram: https://www.instagram.com/razproductionofficial/




No comments:

Post a Comment